জাহিদ শাহ, সাব-ইডিটর: আইটি পেশাজীবীদের অন্যতম সক্রিয় প্ল্যাটফর্ম বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি বাংলাদেশের ইন্টারনেট সার্ভিসের সব চেয়ে বড় সংগঠন এইএসপিএবি এর সন্মানিত প্রেসিডেন্ট জনাব এমদাদুল হক এবং এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৫ মে সন্ধ্যা ৫ টায় বনানী আইএসপিবি এর অফিসে।
জনাব এমদাদুল হক আইটি সেক্টরে বিআইটিপিএফসির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ আইএসপিএবি এর পক্ষ থেকে সংগঠনটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিআইটিপিএফসি বাংলাদেশের আইটি প্রোফেশনালদের জন্য একটি সক্রিয় প্ল্যাটফর্ম ৷ এই সংস্থায় ৮ হাজার ৫ শত এরও বেশি সদস্য রয়েছে।
এই গ্রুপের প্রধান লক্ষ ও উদ্দেশ্য হলো:
স্কীল ডেভেলপমেন্ট এর মাধ্যমে আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরি করা। তাছাড়া ও নতুন নতুন টেকনোলজির সাথে সবাই পরিচিত করা সহ বিভিন্ন ওয়েবনার সেমিনার এর মাধ্যমে নলেজ শেয়ারিং করা, চাকুরীর সুযোগ তৈরি করা ইনটার্নশীপ করা সহ গুরুত্বপূর্ণ কার্যক্রম করা।
উক্ত অনুষ্ঠানে বিআইটিপিএফসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ এবং, সাজ্জাদ হোসেন ,নাহিদা আক্তার, মিকাইল ভূইয়া, নুরুল হক শাহিন, জুয়েল রানা, মুকিদুর রহমান তনয় ও আসিফ ইকবাল সৈকত।