শিরোনাম :
দাগনভূঞায় এসএসসি ব্যাচ ২০০৩ এর শিক্ষার্থীরা বন্যার্তদের মাঝে ত্রান ও খাবার বিতরন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এর উদ্যোগে কাজীরবাগ গিল্লাবাড়ীয়াতে ফ্রী মেডিকেল ক্যাম্প ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি উনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকে ড্রিমস স্পোর্টস ক্লাব দক্ষিণ বনশ্রীর উদ্যোগে ফেনীতে ত্রাণ সামগ্রী বিতরণ মাদক বিক্রি এবং জুয়ায় আধিপত্যের জেরে ইউপি সদস্য ও ছাত্রলীগের দ্বন্দ্ব, দুজনকে কুপিয়ে জখম পুনাক সভানেত্রীর সাথে নারী পুলিশ সদস্যদের মত বিনিময় পুনাক সভানেত্রীর সাথে নারী পুলিশ সদস্যদের মত বিনিময় দাগনভূঞায় সড়ক দূর্ঘটনার ঘাতক ড্রাইভার গ্রেফতার ফেনীতে শিশু শ্রম বন্ধে বিশেষ পরিদর্শন ও সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নামে জিডি, বনেক- বসকো’র উদ্বেগ-নিন্দা

ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ গায়েব

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের চকবাজার শাখার ইসলামী ব্যাংকের লকার থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার (২৯ মে) এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল শনিবার। লকার থেকে গায়েব হওয়া সোনার দাম প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, লকার থেকে গায়েব হওয়া ১৫০ ভরি স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৬০ ভরি ওজনের ৪০ পিস হাতের চুড়ি (বড় সাইজ), ২৫ ভরি ওজনের গলা ও কানের ৪ জোড়া সেট, ১০ ভরি ওজনের একটি গলার সেট, ২৮ ভরি ওজনের ৭টি গলার চেইন, ১৫ ভরি ওজনের ৪টি আংটি ও ১১ ভরি ওজনের ৩০ জোড়া কানের দুল। বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, গত ২৯ মে ইসলামী ব্যাংক চকবাজার শাখায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ইসলামী ব্যাংকের ওই শাখায় যান তিনি। গায়েব হওয়া স্বর্ণালংকারের মালিক রোকেয়া বারী নামে এক নারী। ভুক্তভোগীকে থানায় মামলা করতে বলেছিলাম। কিন্তু পরে আসবেন বলে তিনি আজও থানায় আসেননি। রোকেয়া বারী নগরের চট্টেশরী এলাকার বাসিন্দা। লকার থেকে সোনা গায়েবের বিষয়টি পুলিশের কাছে ব্যাংক কর্তৃপক্ষ স্বীকার করেছে বলে জানান ওসি ওয়ালী উদ্দিন আকবর। ওসি জানান, ১৭ বছর ধরে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার ব্যবহার করে আসছিলেন ভুক্তভোগী নারী রোকেয়া বারী। গত (২৯ মে) দুপুরে ব্যাংকের লকার থেকে কিছু স্বর্ণালংকার আনতে যান তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে লকার রুমের দরজা খুলে দেন। এরপর তার জন্য বরাদ্দ রাখা লকারের কাছে গিয়ে সেটি খোলা দেখতে পান রোকেয়া। এ সময় লকারে মাত্র ১১ ভরি স্বর্ণালংকার অবশিষ্ট দেখতে পান রোকেয়া। এরপর দ্রুত ঘটনাটি জানালে ঘটনাস্থলে আসেন চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর। লকার থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব হওয়া প্রসঙ্গে জানতে চাইলে ইসলামী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক শফিকুল মওলা মন্তব্য করতে রাজি হননি।
(Visited 81 times, 1 visits today)