দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞাঁ উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়ণপুর গ্রামে খান এগ্রো ফার্মে গভীর রাতে খামারে প্রবেশ করে হামলা চালিয়ে ও অস্ত্র ঠেকিয়ে শ্রমিকদের বেঁধে লুট করা হয় ২৬ লাখ টাকা মূল্যের ১৩ টি শাহীওয়াল জাতের গরু।
খামার মালিক ও শ্রমকিরা জানায় রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ১৮/২০ জনের একটি ডাকাত দল খামারের পেছনের টিন কেটে প্রবেশ করে খামারের ভেতরে থাকা শ্রমিকদের হাত-পা ও মুখ বেঁধে এক এক করে ১৩ টি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। কিছু গরুকে দড়ি কেটে ছেড়ে দেয়। এসময় দূবৃর্ৃৃত্তরা খামারের শ্রমিকদের মারধরও করে।
খামারের মালিকপক্ষ জানায়, খামারে মোট ২১টি গরু ছিলো। লুট হওয়া গরুগুলো উন্নতমানের শাহীওয়াল জাতের। প্রতিটি গরুর ওজন ৬ মনের বেশী। প্রতিটির বাজার মূল্য রয়েছে দুই লাখেরও বেশি। খামারে ডুকে এভাবে লুটের ঘটনায় উৎকণ্ঠা বিরাজ করছে জেলার ৫ হাজারের বেশি খামারির মাঝে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এই ঘটনায় জড়িতদের ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।